ই-পেপার মঙ্গলবার ১৪ মে ২০২৪
মঙ্গলবার ১৪ মে ২০২৪

টুইটারে ৬০ মিনিটের ভিডিও শেয়ারের সুযোগ
প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৩:৩৭ পিএম  (ভিজিট : ২০৬)
টুইটারের দায়িত্ব নেয়ার পর থেকেই ইলোন মাস্ক ইঙ্গিত দিয়েছেন, প্লাটফর্মটিকে ভিডিও নির্মাতাদের জন্য আকর্ষণীয় করে উপস্থাপন করবেন। এর ধারাবাহিকতায় টুইটার ঘোষণা দিয়েছে, এখন থেকে ফুল এইচডি (১০৮০ পি) রেজুলেশন সর্বোচ্চ ২ গিগাবাইট আকারের ৬০ মিনিট ব্যাপ্তি পর্যন্ত ভিডিও আপলোড করা যাবে। তবে এই সুযোগ কেবল ব্লু টিক সেবা গ্রহণকারী ব্যবহারকারীরা পাবেন। 

প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটারের এই নতুন সুবিধা শুধুমাত্র ওয়েব ভার্সন থেকেই পাওয়া যাবে। আইওএস বা অ্যান্ড্রয়েড থেকে এ সুবিধা পাওয়া যাবে না। এর আগে ব্লু টিকধারী টুইটার ব্যবহারকারীরা ফুল এইচডি রেজ্যুলেশনের সর্বোচ্চ ১০ মিনিট ব্যাপ্তির ৫১২ মেগাবাইট আকারের ভিডিও আপলোড করতে পারতেন। আর যারা টুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা গ্রহণ করেননি, তাঁরা আগের মতোই সর্বোচ্চ ৪ মিনিট ব্যাপ্তির ভিডিও আপলোড করতে পারবেন। 

টুইটার কর্তৃপক্ষ জানায়, ‘আমরা আমাদের প্ল্যাটফর্মে আপলোড করা সমস্ত ভিডিওর সর্বোচ্চ সম্ভব গুণমান বজায় রাখার চেষ্টা করি। তবে ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের গতি এবং স্থিতিশীলতার ওপর ভিত্তি করে বিভিন্ন মিডিয়ার জন্য এটিকে উপযোগী করার জন্য আমরা মূল ভিডিওর বিভিন্ন পরিবর্তন যেমন, রেজুলেশন এবং বিটরেট পরিবর্তন করতে পারি।’ 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close