ই-পেপার শনিবার ১৮ মে ২০২৪
শনিবার ১৮ মে ২০২৪

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানল
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ৫:১৬ পিএম  (ভিজিট : ৪৫৮)
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ  আশ্রয়স্থলে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় শত শত ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ অবস্থায় গভর্নর জ্যারেড পলিস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার লুইসভ্যাল ও সুপিরিয়রের ৩০ হাজার মানুষকে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের এই অঞ্চলটিতে এই বছর বৃষ্টি হয়নি বললেই চলে, এই অবস্থায় ওই অঞ্চলে খরা দেখা দেয়ায় ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে। দাবানলের ফলে মানুষ গৃহহীন হওয়ার পাশাপাশি তাদের ব্যবসা প্রতিষ্ঠানও পুড়ে গেছে।

কলোরাডোর মেয়র জানিয়েছেন, ভয়াবহ আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকলকর্মীরা দিনরাত কাজ করছেন। প্রায় ১৬০ কিলোমিটার জুড়ে আগুন লেগেছে। যার ফলে ওই অঞ্চলের দুই এলাকার মানুষকে সরিয়ে নিতে হয়েছে। তাদের আপাতত নিরাপদ স্থানে রাখা হয়েছে।

এখনও অন্তত পাঁচশ বাড়ি আগুনে জ্বলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ক্ষয়ক্ষতি কয়েকগুণ বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ ।

কলোরাডোর পূর্বের দাবানলগুলো গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ থাকলেও এ বছর দাবানলটি শহরেও ছড়িয়ে পড়েছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

/এমএইচ/




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close