ই-পেপার শনিবার ১৮ মে ২০২৪
শনিবার ১৮ মে ২০২৪

কাশ্মিরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত ৩
প্রকাশ: শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১, ১২:১৮ পিএম  (ভিজিট : ৪১৯)
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের শ্রীনগর এলাকায় নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩ জন পুলিশ ও সিআরপিএফ জওয়ান আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পান্থচক এলাকায় এ হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়।

নিহতরা চলতি মাসে পুলিশ বাসে হামলার সাথে জড়িত ছিল বলে দাবি পুলিশের। ওই ঘটনায় তখন ৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছিল। এছাড়াও জম্মু ও কাশ্মীরে অন্যান্য প্রাণঘাতী হামলার জন্য দলটিকে দায়ী করা হয়েছে।
পুলিশের ভাষ্যমতে, নিহতদের মধ্যে একজন জইশ-ই মুহাম্মদ (জেইএম) জঙ্গী সংগঠনের সদস্য রয়েছে। গত ৩৬ ঘণ্টায় এটি তৃতীয় বন্দুকযুদ্ধের ঘটনা। এসব হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহত হয়েছে।

কাশ্মিরের বান্দিপুরা জেলায় গত ১০ ডিসেম্বর পুলিশের উপর প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত হয়। ওই ঘটনার পর থেকে জঙ্গীর গোষ্ঠীর উপর নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমন অব্যাহত রয়েছে।

এফএইচ


আরও সংবাদ   বিষয়:   জম্মু-কাশ্মির  




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close