প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৫:৫৪ পিএম (ভিজিট : ৮২৬)
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৮৬ ব্যাচের কর্মকর্তা মাসুদ বিন মোমেনকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। এর আগে সাত বছর ধরে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন এম শহীদুল হক। ৩০ ডিসেম্বর তিনি অবসরে গেলে মাসুদ বিন মোমেনকে এ পদে নিয়োগ দেয় সরকার।
মাসুদ বিন মোমেন সদ্যসাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের স্থলাভিষিক্ত হলেন।
মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে রোহিঙ্গা ইস্যু সামাল দিতে বেশ দক্ষতার পরিচয় দেন তিনি।
এর আগে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন এই দক্ষ কূটনীতিক। তিনি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে দু’দেশের সম্পর্ক খুবই জোরদার হয়।
শহীদুল হক প্রায় ৭ বছর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে ৩০ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সর্বশেষ কর্মদিবস কাটান। তিনি পররাষ্ট্র ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। চাকরি জীবনের বেশির ভাগ সময় আন্তর্জাতিক অভিবাসী সংস্থায় (আইওএম) কর্মরত ছিলেন শহীদুল হক।