প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ৪:৩০ পিএম আপডেট: ৩১.১২.২০১৯ ৪:৪১ পিএম (ভিজিট : ৪৭৫)
রাজধানীর শ্যামলী রিং রোডে উদ্ধোধন করা হলো ইউনিক্যাফের তৃতীয় শাখা। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সহধর্মিনী ইশরাত কাদের, প্রকৌশলী মোঃ জাহিদ হোসেন, শেখ আবুল হাশেম, আব্দুল হাই এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠানটি জানায়, ইউনিক্যাফের এই শাখায় রয়েছে ছোটদের ও বড়দের জন্য পৃথক গেমজোন। অত্যাধুনিক ভিআর ও ননভিআর গেম সংযুক্ত করায় সব বয়সী বিনোদনপ্রেমীদের জন্য থাকছে বাড়তি চমক। এখানকার বেশিরভাগ গেমই শিশুদের জন্য শিক্ষামূলক।
সেবা ও মানের সমন্বয়ে মানুষের মনে আস্থা তৈরি করাই ইউনিক্যাফের মূল লক্ষ্য বলেও জানান আয়োজকরা। ডিসেম্বরের শেষ দিন মঙ্গলবার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মাধ্যমে সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ইউনিক্যাফের তৃতীয় এই শাখাটি ।
এই উপলক্ষ্যে রিংরোড শাখায় মঙ্গলবার থেকে নতুন বছরের সাত জানুয়ারি পর্যন্ত সকল ধরণের খাবারের মূল্যে দশ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ইউনিক্যাফে কর্তৃপক্ষ।