প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১:২১ পিএম (ভিজিট : ৫৪৩)
মেয়র পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) থেকে লড়তে মনোনয়ন পত্রজমা দিয়েছেন আতিকুল ইসলাম। মঙ্গলবার দুপুরে ডিএনসিসির রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থীতা নিশ্চিত হওয়ার পর নির্বাচনী বিধি অনুযায়ী সোমবার মেয়র পদ ছেড়েছেন তিনি।
আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তরে মেয়র পদে উপনির্বাচনে গত বছর বিজয়ী হন ব্যবসায়ী নেতা আতিকুল। গতবারের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। ভোটগ্রহণ ৩০ জানুয়ারি।