প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ৩১.১২.২০১৯ ১২:২৯ এএম (ভিজিট : ৩৬০)
বাংলাদেশ-ভারত
সীমান্তের বাংলাদেশ অংশের এক কিলোমিটারের মধ্যে মোবাইল নেটওয়ার্ক বন্ধের
নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
দেশের
নিরাপত্তার স্বার্থের কারণ দেখিয়ে রোববার বিটিআরসির পক্ষ থেকে এ নির্দেশ
দেওয়া হয়। এ বিষয়ে চারটি মোবাইল অপারেটরকে দেওয়া চিঠিতে বিটিআরসি বলেছে,
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোবাইল কাভারেজ বন্ধ থাকবে।
বিটিআরসির
স্পেকট্রাম বিভাগের উপ-পরিচালক মো. সোহেল রানা স্বাক্ষরিত চিঠিটি
গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক ও টেলিটক বাংলাদেশকে পাঠানো হয়েছে। এতে
জরুরি ভিত্তিতে নির্দেশটি কার্যকর করে বিটিআরসিকে জানাতে বলা হয়েছে।