আপনার জিজ্ঞাসা
সামনের কাতারে গেলে নামাজ ভাঙবে কি?
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২৯.১২.২০১৯ ১১:২৬ পিএম (ভিজিট : ১২২৬)
জিজ্ঞাসা : আমি জামাতের সঙ্গে নামাজ পড়ছিলাম। হঠাৎ দেখি আমার সামনের কাতারের এক মুসল্লি চলে গেছেন। তখন আমি হেঁটে গিয়ে সামনের কাতার পূরণ করি। নামাজ শেষে মুসল্লিরা বললেন, আমার নামাজ নাকি সহিহ হয়নি। আসলেই কি আমার নামাজ সহিহ হয়নি?
আবরার মাহমুদ, সিলেট
জবাব : প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার নামাজ সহিহ হয়েছে। কেননা আপনি এক কাতার পর্যন্ত হেঁটে গিয়ে খালি জায়গা পূর্ণ করেছেন। তবে, না থেমে লাগাতার তিন কাতার পরিমাণ হেঁটে গেলে নামাজ ভঙ্গ হয়। (আদদুররুল মুখতার : ২/৩৮৮, ফাতাওয়া কাজিখান : ১/৮৪, আল মুহিতুল বুরহানি : ২/১৬)