প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১১:৩০ এএম আপডেট: ২৯.১২.২০১৯ ২:২৪ পিএম (ভিজিট : ৪৫০)
উত্তরের মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম ও দক্ষিণের ফজলে নূর তাপস নির্ধারিত সময়ের আগেই হাজির হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে। কিছুক্ষণ পরেই ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ধানমণ্ডির এই কার্যালয়ে।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত দক্ষিণের বর্তমান মেয়র সাঈদ খোকনকে কার্যালয়ে আসতে দেখা যায়নি।
দলীয় সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সরকার বোর্ডের বৈঠকটি মুলতবি করা হয়েছে। আজ বৈঠকটি আবারও বসছে। সেখানে ঢাকার দুই সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর তালিকা চূড়ান্ত হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, 'আমরা বিচার বিশ্লেষণ করছি, পর্যালোচনা করছি। নেত্রী নিজের সোর্স থেকেও খোঁজ নিচ্ছেন, গোয়েন্দা সংস্থার রিপোর্ট নেওয়া হয়েছে। সবকিছু করতে আমাদের একটু সময় লাগছে। ১১টায় ধানমণ্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে উভয় সিটির মেয়র ও কাউন্সিলর পদে যাঁদের মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁদের নাম ঘোষণা করা হবে।'