মাহফিল সংবাদ
চাঁদপুরে শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২৮.১২.২০১৯ ৯:৫৪ পিএম (ভিজিট : ৮৯০)
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীর উদ্যোগে এবং মইনীয়া যুব ফোরাম ও আহলে সুন্নত সুপ্রিম কাউন্সিলের সহযোগিতায় শানে রেসালাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়ার কেন্দ্রীয় সভাপতি শাহ সুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী হোসাইনি আল মাইজভান্ডারী। বিশেষ মেহমান ছিলেন শাহজাদা সৈয়দ মেহেবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন আল হাসানী, শাহজাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দিন আল হাসানী। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিল।
সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন পীরজাদা ড. মুফতি বাকীবিল্লাহ আল আজহারী। বিশেষ বক্তা ছিলেন মুফতি ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা এইচএম মাকসুদুর রহমান, মাওলানা হাসান আহমদ, হাফেজ মনসুর আহমদ প্রমুখ।