হাদিসের আলো
এতিমের দায়িত্ব গ্রহণে জান্নাত লাভ
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২৮.১২.২০১৯ ৯:৫৪ পিএম (ভিজিট : ১৬২৪)
হজরত আমর ইবনে মালেক কুশাইরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলকে (সা.) বলতে শুনেছি, ‘যে ব্যক্তি কোনো মুসলমান মা-বাবার ঔরসজাত এতিম শিশুর খাবারের দায়িত্ব গ্রহণ করবে এবং (এভাবে লালন-পালন করে বড় করে) স্বাবলম্বী করে তুলবে, আল্লাহ সে ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন।’ (মাজমাউজ জাওয়ায়েদ : ৮/২৯৪)
শিক্ষা
নিজের পরিবারের সদস্যদের মতো
পাড়া-প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের সন্তানদেরও খোঁজখবর রাখা।
কেউ অসহায় থাকলে সাধ্যমতো তাকে লালন-পালন ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করা।
আল্লাহ যাদের সম্পদ ও সুযোগ দিয়েছেন তারা এতিমখানা প্রতিষ্ঠা করা ও এতে সাহায্য-সহযোগিতা করা।
পিতা-মাতাহীন শিশু-সন্তানদের শুধু খাবার বা আর্থিক সহায়তাই নয়, তাদেরকে সচেতন ও স্বাবলম্বী করে গড়ে তোলা।
এতিমদের জন্য সম্পদ ব্যয় করার বিনিময়ে বান্দা পরকালে জান্নাতের অধিকারী হবে ইনশাআল্লাহ।