কোরআনের আলো
কাফেররা জাহান্নামের জ্বালানি হবে
প্রকাশ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ২৮.১২.২০১৯ ৯:৫৪ পিএম (ভিজিট : ১৩২৮)
আল্লাহ তায়ালা বলেন, ‘নিশ্চয় যারা কুফুরি করে আল্লাহর কাছে তাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না। আর তারাই জাহান্নামের জ্বালানি।’ (সুরা আলে ইমরান : ১০)
শিক্ষা
যারা আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ বিশ^াস রাখে না তাদেরকে কাফের বলা হয়। কাফেরদের জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে।
মানুষের যেমন মৃত্যু হয়, তেমনি পৃথিবীরও সমাপ্তি অর্থাৎ কেয়ামত হবে। সেদিন আল্লাহর আজাব থেকে বাঁচতে সন্তান-সন্ততি ও ধন-সম্পদ কোনো কাজে আসবে না।
কাফের ও অবিশ^াসীদেরকে পরকালে জাহান্নামের জ্বালানি ও লাকড়ি হিসেবে ব্যবহার করা হবে। পৃথিবীতে যেমন চুলা জ্বালানোর জন্য খড়িকাঠ ও লাকড়ি ব্যবহার করা হয়।
আল্লাহ আমাদেরকে ঈমানদার হিসেবে মৃত্যুবরণের তাওফিক দিন।