প্রকাশ: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৪:৫৮ এএম (ভিজিট : ১১০)

ব্রিসবেন স্টেডিয়াম। ছবি: সংগৃহীত
ক্রিকেট বিশ্বের অন্যতম ঐতিহাসিক ভেন্যু ব্রিসবেন স্টেডিয়াম, যা গ্যাবা নামে পরিচিত, ২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে। কুইন্সল্যান্ডের ভিক্টোরিয়া পার্ক এলাকায় নতুন এক অত্যাধুনিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে ক্রিকেটের নতুন ঠিকানা গড়ে তোলা হবে।
নতুন স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ৬৩ হাজার দর্শক, যেখানে থাকবে অত্যাধুনিক সুইমিংপুলও। কুইন্সল্যান্ড সরকার ইতিমধ্যেই নতুন স্টেডিয়ামের নির্মাণকাজ শুরু করেছে, যা ২০৩২ ব্রিসবেন অলিম্পিক আয়োজনের মূল কেন্দ্র হবে। অস্ট্রেলিয়া এর আগে ১৯৫৬ সালে মেলবোর্ন এবং ২০০০ সালে সিডনিতে অলিম্পিক আয়োজন করেছিল। ২০৩২ সালে দেশটি তৃতীয়বারের মতো এই গৌরবময় আসরের আয়োজক হতে যাচ্ছে।
নতুন স্টেডিয়াম এমনভাবে নির্মিত হচ্ছে, যাতে বড় টুর্নামেন্ট আয়োজন সহজ হয়। এখানেই অলিম্পিকের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান এবং অ্যাথলেটিকস প্রতিযোগিতাগুলো অনুষ্ঠিত হবে।
গ্যাবার ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই অনিশ্চয়তা ছিল। ২০২৪ সালে যখন অস্ট্রেলিয়া আন্তর্জাতিক ভেন্যুর নতুন তালিকা প্রকাশ করে, তখনই দেখা যায় ২০২৬-২৭ মৌসুম থেকে এখানে কোনো টেস্ট ম্যাচ রাখা হয়নি।
সম্ভাবনা রয়েছে, আগামী অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচই হতে পারে গ্যাবার শেষ টেস্ট। ঐতিহ্যগতভাবে চার দশকের বেশি সময় ধরে অ্যাশেজের প্রথম টেস্ট গ্যাবাতে শুরু হলেও এবার সেই রীতি পরিবর্তন করে প্রথম ম্যাচ পার্থে আয়োজন করা হচ্ছে।
গ্যাবার বিদায়ের মাধ্যমে ক্রিকেট পাবে নতুন এক অত্যাধুনিক ভেন্যু, যেখানে ভবিষ্যতের বড় বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।