ই-পেপার বুধবার ২৬ মার্চ ২০২৫
বুধবার ২৬ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ২৬ মার্চ ২০২৫

কানাডায় নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ২:০৪ পিএম  (ভিজিট : ১২৮)
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

আগামী ২৮ এপ্রিল কানাডায় ফেডারেল নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন দেশটির নবনিযুক্ত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক লড়াইয়ের উত্তেজনার মধ্যেই রোববার (২৩ মার্চ) তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছেন জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।

মার্ক কার্নি বলেছেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার নয় দিন পরে আমি নির্বাচনের তারিখ ঘোষণা করেছি। কারণ, ট্রাম্প যে হুমকি দিয়েছেন, তার প্রেক্ষিতে এই নির্বাচন জরুরি।

তিনি বলেছেন, ট্রাম্পের অন্যায্য বাণিজ্যিক ব্যবস্থার কারণে আমাদের সার্বভৌমত্ব বিপদের মুখে। আমরা ভয়ংকর সংকটের মুখে পড়েছি। কানাডার নিরাপত্তার জন্য পদক্ষেপ নিতে হবে। দেশে বিনিয়োগ করা, দেশকে গড়ে তোলা ও এক রাখার কাজটা জরুরি।

কার্নি বলেছেন, এজন্যই আমি কানাডার মানুষকে বলছি, ইতিবাচক রায় দিন। আমি গভর্নর জেনারেলকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার অনুরোধ করেছি। গভর্নর জেনারেল, ব্রিটেনের রাজা চার্লসের প্রতিনিধি মেরি সিমন নির্বাচনের প্রস্তাব অনুমোদন করেছেন।

কার্নি বলেছেন, ট্রাম্প বলেছে যে কানাডা কোনো দেশ নয়। তিনি চান, যুক্তরাষ্ট্র তার নিয়ন্ত্রণ নিক। আমরা এটা হতে দেব না। এই অবস্থায় আমাদের একে অপরের উপর নির্ভর করতে হবে। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্প যতদিন কানাডার সার্বভৌমত্ব মেনে না নিচ্ছেন, ততদিন তিনি ট্রাম্পের সঙ্গে দেখা করবেন না।





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close