প্রকাশ: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ১২:৩৭ পিএম আপডেট: ২৫.০৩.২০২৫ ১:০৪ পিএম (ভিজিট : ২০৬)

ইসরায়েলি হামলায় নিহত আল জাজিরার সাংবাদিক হোসাম শাবাত। ফাইল ছবি
উত্তর গাজায় চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সাংবাদিক হোসাম শাবাত। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ২৩ বছর বয়সী শাবাতের গাড়িকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল।
গাজার মুবাশ্বেরে কাজ করা শাবাত এর আগেও ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন। কিন্তু তিনি গাজায় সাংবাদিকতা ছেড়ে যাননি।
ইসরায়েলি আক্রমণের শিকার হয়ে মৃত্যুর আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শাবাত একটি স্ট্যাটাস দেন।
শাবাত লিখেছেন, আপনি যখন লেখাটি পড়ছেন, তখন হয়ত আমি নিহত হয়েছি। সম্ভবত ইসরায়েলি দখলদার বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি আমি।
তিনি লিখেন, গত ১৮ মাসের যুদ্ধে আমি জীবনের প্রতিটি মুহূর্ত গাজার জনগণের জন্য উৎসর্গ করেছি।
শাবাত তার পোস্টে বলেন, আমি উত্তর গাজায় ইসরায়েলি ভয়াবহতা মিনিটে মিনিটে নথিভুক্ত করেছি, তারা যে সত্যকে কবর দেওয়ার চেষ্টা করেছিল তা বিশ্বকে দেখানোর জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ। আমি ফুটপাতে, স্কুলে, তাঁবুতে; যেখানেই পারি ঘুমিয়েছি। প্রতিটি দিন ছিল বেঁচে থাকার লড়াই। আমি মাসের পর মাস ধরে ক্ষুধা সহ্য করেছি, তবুও আমি কখনও আমার জনগণের পক্ষ ত্যাগ করিনি।
শাবাত আরও বলেন, আমি এখনও আপনাদের কাছে অনুরোধ করছি, গাজা নিয়ে কথা বলা বন্ধ করবেন না। বিশ্বের চোখ এড়িয়ে যেতে দেবেন না। লড়াই চালিয়ে যান, আমাদের গল্প বলতে থাকুন, যতক্ষণ না ফিলিস্তিন স্বাধীন হয়।