ই-পেপার বুধবার ২৬ মার্চ ২০২৫
বুধবার ২৬ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ২৬ মার্চ ২০২৫

কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:৪৩ পিএম  (ভিজিট : ১২২)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানী বনানীর কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শ নগরে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধূকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মনি বেগমের স্বামী মো. আনিছ মিয়া বলেন, মনি খাতুনের বাড়ি শেরপুর জেলার গাজীরখামার উপজেলায়। তার বাবার নাম মো. শহীদ মিয়া। তারা বনানী কড়াইল বস্তিতে টিনসেড বাসায় থাকেন। অপর ভাড়াটিয়া সুলতানের কাছে হাওলাতের ৪০ হাজার টাকা পায়। বেশ কিছুদিন ধরে টাকা চাইলেও দিচ্ছে না। আজ (সোমবার) দুপুরে ভাড়াটিয়া সুলতানের কাছে পাওনা টাকা চাইতে যায় তার স্ত্রী। এসময় টাকা চাওয়া নিয়ে তার স্ত্রীর ঝগড়া হয। এক পর্যায়ে ভাড়াটিয়া সুলতান তার স্ত্রীর পেটে লাথি মারে, এছাড়া সুলতানের স্ত্রী মমতাজ, দুই সন্তান মুন্নি, মুন্না তার স্ত্রী মনি খাতুনকে মারধর করে। এতে সে অচেতন হয়ে পরে।


তিনি আরও জানান, খবর পেয়ে দ্রুত তাকে প্রথমে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধুর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাড়াটিয়ার মারধরে মারা গেছে বলে অভিযোগ করেন। মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাদের দুই সন্তান থানায় আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   কড়াইল বস্তি   পাওনা টাকা   মারধর   গৃহবধু হত্যা   অভিযোগ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close