ই-পেপার বুধবার ২৬ মার্চ ২০২৫
বুধবার ২৬ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ২৬ মার্চ ২০২৫

কৃষকের ফসল চুরির মামলা নেন না ওসি!
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:২০ পিএম আপডেট: ২৪.০৩.২০২৫ ৮:২৭ পিএম  (ভিজিট : ১৪৩)
ঢুষমারা থানা, কুড়িগ্রাম। ছবি : সংগৃহীত

ঢুষমারা থানা, কুড়িগ্রাম। ছবি : সংগৃহীত

ভাড়াটে লোক দিয়ে কৃষকের ৮ বিঘা জমিতে চাষ হওয়া গম চুরি করে কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগ উঠেছে রাজীবপুরের ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক আজিজুল হক। তিনি রৌমারী সদর ইউনিয়নের চর বাঘমারা এলাকার ওফাজ উদ্দিনের ছেলে।

আজিজুল বলেন, রাজীবপুরের ঢুষমারা থানা এলাকার কালিকারপুর মৌজার একটি জমি দীর্ঘ ৭০ বছর ধরে ভোগ দখল করে চাষাবাদ করছেন তিনি। এ সম্পত্তি দখল করার পাঁয়তারা করছেন তাইজুদ্দিন, নহন উদ্দিন ও সোনাল গংরা। গত তিন মাস আগে ওই জমিতে গম রোপণ করেন তিনি। গম কাটার উপযুক্ত হলে গত ১৩ মার্চ সকাল ৯টার দিকে দুটি মেশিন দিয়ে ভাড়াটিয়া লোকের মাধ্যমে ৮ বিঘা জমির গম চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। এতে তার এক লাখ আশি হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ওই কৃষক বলেন, ঘটনার ওই দিন আজিজুল হক বাদী হয়ে ঢুষমারা থানায় অভিযোগ করলে থানার এসআই নিরঞ্জন তদন্ত করে ঘটনার সত্যতা পান। পরে ২০ মার্চ মীমাংসার জন্য দুই পক্ষকে থানায় বৈঠকে ডাকেন ঢুষমারা থানার ওসি আশরাফুল ইসলাম। এ সময় বিবাদী পক্ষের কাউকে হাজির করতে পারেননি তিনি। এতে কোনো প্রকার প্রতিকার না পেয়ে ওই দিন বাদী মামলা দিতে চাইলে মামলা নেবেন না বলে জানিয়ে দেন ওসি। বিবাদীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী।

স্থানীয় আলিম উদ্দিন, জহর আলী, মোসলেম ও শাহেব আলীসহ আরও কয়েকজন জানান, ওই জমিটি তাদের পৈতৃক সম্পত্তি। বাবার মৃত্যুর পর সন্তানরা ভোগ দখল করে চাষাবাদ করে আসছেন। এই জমিটি জোর করে জবর-দখলের চেষ্টা করছেন তাইজুদ্দিনসহ তার লোকজন। আবার কিছুদিন আগে জমিতে রোপণ করা ফসল গম চুরি করে কেটে নিয়ে গেছে তাইজুদ্দিনরা।

জমির ফসল চুরির মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে রাজীবপুরের ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘এই মামলা নিতে পারব না। এটা আদালতের বিষয়।’ 

ওসি জানান, ‘সোমবার (২৪ মার্চ) আজও ওই বিবাদীরা ভুট্টা কেটে নিচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

কথা হয় রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘ বিষয়টি তিনি জেনেছেন। যেহেতু জমিজমা সংক্রান্ত বিষয়। তারপরও ওসিকে বলা হয়েছে, মামলা নেওয়ার মতো মামলা হলে নেবেন।’




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close