প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৭:০৮ পিএম আপডেট: ২৪.০৩.২০২৫ ৭:১০ পিএম (ভিজিট : ৭৯)

ছবি: সংগৃহীত
বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে।
একইসঙ্গে ড্যাবের কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল বাস্তবায়ন করার জন্য শিগগিরই নতুন একটি কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ডা. হারুন আল রশীদ (সভাপতি) এবং ডা. মো. আব্দুস সালামের (সাধারণ সম্পাদক) নেতৃত্বাধীন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর বিদ্যমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতি শিগগিরই ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে একটি কমিটি ঘোষণা করা হবে।