ই-পেপার বুধবার ২৬ মার্চ ২০২৫
বুধবার ২৬ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ২৬ মার্চ ২০২৫

রংপুরে ভুয়া সেনাসদস্য আটক
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১০:৫২ এএম আপডেট: ২৪.০৩.২০২৫ ১১:২৮ এএম  (ভিজিট : ২৯৯)
ছবি: সময়ের আলো

ছবি: সময়ের আলো

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি থেকে এক ভুয়া সেনাসদস্য আটক করেছে পুলিশ।

রোববার (২৩ মার্চ) রাত সাড়ে এগারোটায় জনতা তাকে আটক করে পুলিশে দিয়েছে।

আটক যুবক ঠাকুরগাঁও বাতুনিয়া গ্রামের মোকতার আলমের ছেলে বলে জানিয়েছেন ৭২ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম।

এ সময় তার কাছ থেকে ২লক্ষ ৯০ হাজার ৫৬৫ টাকা, একটি ওয়াকিটকি এবং ইয়ামাহা r15 মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ূন কাইয়ুম বলেন, ঈদের বাজার করতে রংপুরের জাহাজ কোম্পানি মোড় সংলগ্ন একটি মেগা মলের গেটে নামলে সেনাবাহিনীর পোশাকে ফজলে রাব্বিসহ আরও বেসামরিক পোশাকে চারজনকে দেখতে পাই। সে সময় তাদের পরিচয় জানতে চাইলে আমার উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরবর্তীতে আমি তাদের পেছনে ধাওয়া দিয়ে ভুয়া সেনাবাহিনী বলে চিৎকার দিলে স্থানীয় জনতা ফজলে রাব্বিকে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন ফজলে রাব্বি।

এ সময় নিকটবর্তী সেনা ক্যাম্পে জানাই। তারা এলে আমিসহ অনুসন্ধান করে জানতে পারি যে, সে আটক ব্যক্তি সেনাবাহিনীর সদস্য না। পরবর্তীতে ফজলে রাব্বিকে নিয়ে অভিযানে নামলে পালিয়ে যাওয়া অপর চারজনকেও আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় বেকার যুবকদের সেনাবাহিনীর চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে আটক ফজলে রাব্বি। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close