তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:২৪ এএম (ভিজিট : ২০৪)

ছবি: সংগৃহীত
বিদ্যুৎ চমকানোসহ দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে রোববার (২৩ মার্চ) চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, সারা দেশে আজ সোমবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া মঙ্গলবার (২৫ মার্চ) দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বুধবারও (২৬ মার্চ) দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।