রাজধানীর রামপুরায় সিএনজি গ্যারেজে ভয়াবহ আগুন
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৯:০৯ এএম (ভিজিট : ১২২)

ছবি : সংগৃহীত
রাজধানীর রামপুরায় সিএনজি ও অটোরিকশার গ্যারেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (২৪ মার্চ) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ ভোর ৫টা ২৮ মিনিটে রামপুরা পলাশবাগের একটি সিএনজি ও অটোরিকশার গ্যারেজে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ৫টা ৩৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ১ম ইউনিট।
ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে তিনি আরও বলেন, খিলগাঁও,বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।