প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৮:৫০ এএম (ভিজিট : ৪৩২)

ছবি: সময়ের আলো
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া রুটে ফেরি সার্ভিসের উদ্বোধন করতে সোমবার (২৪ মার্চ) সন্দ্বীপ আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাত উপদেষ্টা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের নেতৃত্বে সন্দ্বীপ সফরে আসা অন্যান্য উপদেষ্টারা হলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মিজ ফরিদা আক্তার।
এছাড়াও প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ সায়েদুর রহমান, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমদ মোস্তফাসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।
সন্দ্বীপ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার সকালে সাত উপদেষ্টা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এসে উপস্থিত হবেন। সেখানে একটি উদ্বোধনী অনুষ্ঠানে করে তারা ফেরি করে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে আসবেন। সন্দ্বীপ অংশেও একটি উদ্বোধনী অনুষ্ঠান করবেন। ফেরি সার্ভিসের উদ্বোধন করবেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
অনুষ্ঠান শেষ করে উপদেষ্টাগণ সন্দ্বীপ উপজেলা পরিষদ মাঠে আয়োজিত সুধি সমাবেশে যোগ দিবেন। সুধী সমাবেশে টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠান শেষে উপদেষ্টাগণ সন্দ্বীপের বিভিন্ন সমস্যার স্থানগুলো পরিদর্শন করবেন। বিকেলে স্পিডবোটযোগে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।
সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, ফেরি সার্ভিসের উদ্বোধনের মধ্যদিয়ে নদী বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের মানুষের নিরাপদ ও সহজ নৌ যাতায়াত নিশ্চিত হবে। ফেরি সার্ভিসের মাধ্যমে সন্দ্বীপ থেকে চট্টগ্রাম এবং সন্দ্বীপ থেকে ঢাকা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে। অনুষ্ঠান সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।