ই-পেপার বুধবার ২৬ মার্চ ২০২৫
বুধবার ২৬ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ২৬ মার্চ ২০২৫

নতুন সিনেমায় নতুন মৌ
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:৫৮ এএম  (ভিজিট : ৫৭৮)
চিত্রনায়িকা মৌ খান। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মৌ খান। ছবি: সংগৃহীত

প্রজন্মের অন্যতম চিত্রনায়িকা মৌ খান সম্প্রতি শুরু করলেন নতুন একটি সিনেমার কাজ। ময়না আজমেরীর উপন্যাস অবলম্বনে সানী আলম ও গাজী ফারুকের সংলাপে জাফর আল মামুনের পরিচালনায় নির্মিতব্য এই সিনেমাটির নাম ‘চাইল্ড অব দ্য স্টেশন’। সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। এতে মৌয়ের সহশিল্পী আরেক আলোচিত অভিনেতা ইমতিয়াজ বর্ষণ। এই সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধলেন তারা।

এ প্রসঙ্গে মৌ বলেন, ‘মূলত স্টেশনের বাচ্চাদের নিয়ে এর গল্প। সিনেমাটিতে আমার চরিত্রের নাম শ্রাবণী। বাচ্চাদের প্রতি আমার অন্যরকম টান থাকে। ওদের জন্য কিছু করতে গিয়ে স্টেশনের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা বেরিয়ে আসে। এসব ঘিরেই গল্পটি এগিয়ে যাবে। চরিত্রটা অনেক চ্যালেঞ্জিং। বাস্তবধর্মী গল্পের এই সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে বলে আশা করছি।’

এরই মধ্যে ছোট পর্দার নাটকে নাম লিখিয়েছেন মৌ খান। প্রথমবারের মতো অভিনয় করেছেন ‘শুদ্ধ মানুষ’ নামের একটি একক নাটকে। সম্প্রতি বিটিভিতে নাটকটি প্রচার হয়েছে। সে প্রসঙ্গে মৌ বলেন, ‘আমি সব মাধ্যমে কাজ করতে আগ্রহী। চ্যালেঞ্জিং চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই। নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজসহ সব প্ল্যাটফর্মে নিজেকে প্রমাণ করতে চাই।’

সামনে কাজের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, এখন থেকে গল্প ও চরিত্র বুঝেশুনে সিনেমার কাজের সিদ্ধান্ত নিতে চাই। এ বছর চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই। গল্পনির্ভর সিনেমা করতে চাই। তাই সময় নিয়ে সিনেমা হাতে নিচ্ছি। এরই মধ্যে নতুন বেশ কিছু সিনেমায় কাজের কথা চলছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close