ই-পেপার বুধবার ২৬ মার্চ ২০২৫
বুধবার ২৬ মার্চ ২০২৫
ই-পেপার

বুধবার ২৬ মার্চ ২০২৫

ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ ফিরিয়ে আনার দাবি
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ৩:০৬ এএম  (ভিজিট : ৩৩৪)
বাংলাদেশের ই-পাসপোর্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ই-পাসপোর্ট। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ই-পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। রোববার রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁওয়ে জাতীয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সামনে সমাবেশ করে এ দাবি জানায় ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বিশ্বব্যাপী মুসলিম ঐক্য ও সচেতনতার গড়ে তোলার কাজ করা ইন্তিফাদা ফাউন্ডেশন।

‘এক্সেপ্ট ইসরাইল’ শব্দ ফিরিয়ে আনার পাশাপাশি বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রো-ইসরাইলি কোম্পানির সব পণ্যসহ আওয়ামী আমলে ক্রয়কৃত নজরদারি প্রযুক্তি পেগাসসকে নিষিদ্ধ করা এবং ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে সর্বোচ্চ ইসরাইলি বিমান ভূপাতিত করার রেকর্ডধারী বাংলাদেশি বৈমানিক সাইফুল আজমের নাম ও বিমানের ছবিকে পাসপোর্টের জলচ্ছাপে অন্তর্ভুক্ত করার দাবিও জানানো হয়।

সমাবেশে মূল বক্তব্য পাঠ করেন ইন্তিফাদা ফাউন্ডেশনের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ রিফাতুল ইসলাম। এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমজনতার দলের সভাপতি মুহম্মদ তারেক রহমান, সিয়ান পাবলিকেশনের কর্ণধার আবু তাসমিয়া আহমদ রফিক, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদী, স্টুডেন্টস ফর সভারেন্টির যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত ও বিপ্লবী ছাত্র পরিষদের সভাপতি আবদুল ওয়াহেদ। এ সময় সমাবেশে ইন্তিফাদা ফাউন্ডেশনের শতাধিক সদস্যসহ অন্যান্য দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ট্রেডিং ইকোনমিকস ওয়েবসাইটের তথ্য মতে বাংলাদেশের সঙ্গে দখলদার ইসরাইলের মধ্যে বর্তমানে বাণিজ্য অব্যাহত আছে। যে উপায়েই হোক অথবা যত সামান্যই হোক দখলদার ইসরাইলের সঙ্গে পণ্য আমদানি-রফতানির ঘটনা খুবই উদ্বেগজনক বিষয়। কারণ এর মাধ্যমে দখলদার ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার অর্থনৈতিক অজুহাত তৈরি হতে পারে। তাই ইসরাইলের সঙ্গে সামান্যতম আমদানি-রফতানিও বন্ধ করার দাবি জানান তারা।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close