ই-পেপার মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫

ইউনূস-মোদি বৈঠক এখনও অনিশ্চিত
প্রকাশ: সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১২:১৪ এএম  (ভিজিট : ১৭২)
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের আসন্ন শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক চেয়ে কূটনৈতিক পত্র দিয়েছিল বাংলাদেশ। কয়েক দিন পার হলেও এখনও দিল্লির কাছ থেকে কোনো উত্তর পায়নি ঢাকা।
গতকাল রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

দিল্লির কাছ থেকে কোনো উত্তর এসেছে কি না জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘না, কোনো উত্তর আসেনি। আমরা তো মাত্র জানালাম।’

বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের) শীর্ষ সম্মেলন হবে আগামী ৪ এপ্রিল থাইল্যান্ডে। এর আগের দিন এই সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হবে। বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবেন। কিন্তু প্রতিবেশী এই দুই দেশের মধ্যে চলমান টানাপড়েনের পরিপ্রেক্ষিতে শীর্ষ সম্মেলনের সাইড লাইনে ইউনূস-মোদি বৈঠক হবে কি না সে বিষয়ে অশ্চিয়তা কাটেনি।

ভারত বলছে, অনুরোধ বিবেচনা করা হচ্ছে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক আয়োজনে ঢাকার অনুরোধ বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) খবরে বলা হয়েছে, নয়াদিল্লিতে সংসদীয় প্যানেলের এক বৈঠকে জয়শঙ্কর এ কথা জানিয়েছেন।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close