ই-পেপার মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫
ই-পেপার

মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে বন্দুকযুদ্ধ, নিহত ১৬
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৪২ পিএম  (ভিজিট : ১৬৮)
আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকা। ছবি : সংগৃহীত

আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত এলাকা। ছবি : সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে একটি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা সবাই সন্ত্রাসী। 

রোববার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

আইএসপিআর জানায়, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার গুলাম খান কল্লা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। এতে আফগান সীমান্ত অতিক্রমের চেষ্টা করা একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করে নিরাপত্তা বাহিনী। সে সময় তাদের প্রতিহত করতে গিয়ে বন্দুকযুদ্ধে ১৬ জন নিহত হন। 

উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এ সীমান্ত এলাকায়  রয়েছে বেশ কয়েকটি পারাপারের পথ। এগুলো উভয় দেশের জন্য আঞ্চলিক বাণিজ্য ও সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। 







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close