প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ১০:৫৫ এএম (ভিজিট : ২০৮)

আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
প্রতিটি দলকেই একটি পালাবদলের ভেতর দিয়ে যেতে হয়। আর্জেন্টিনার বর্তমান ফুটবল দলও এর ব্যতিক্রম কিছু নয়। পালাবদল ইতোমধ্যেই শুরুও হয়ে গেছে।
আনহেল দি মারিয়া আরও আগেই অবসর নিয়েছেন, লিওনেল মেসিরও বয়স বাড়ায় নিয়মিত মাঠে নামতে পারছেন না। চোটের কারণে চলমান বিশ্বকাপ বাছাই রাউন্ডে দলে নেই তিনি। এছাড়াও চোটের কারণে দলে নেই লাউতারো মার্তিনেজ, পাউলো দিবালা, জিওভানি লো সোলসো, গনসালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজরা।
ফলে মাঠের লড়াইয়েও বেশ বেগ পেতে হচ্ছে আর্জেন্টিনাকে। গতকাল উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও ১-০ ব্যবধানে কষ্টার্জিত জয় পেয়েছে আলবিসেলেস্তেরা।
তাই এখনই সিনিয়রদের বিকল্পের কথা ভাবছেন কোচ লিওনেল স্কালোনি। উরুগুয়ের বিপক্ষে জয়ের পরই তিনি আভাস দিয়েছেন পরিবর্তনের। যেসব ফুটবলার ক্যারিয়ারের শেষার্ধে আছেন তাদের বিকল্প নিয়ে ভাবছেন বিশ্বকাপজয়ী কোচ, ‘পূর্বসূরিদের জায়গায় নতুনদের আনতে হবে, কিন্তু সেটা কঠিন। একসময় ডি মারিয়া ছিলেন, মেসিও একদিন থাকবে না, প্যারেদেস, ডি পল- তাদেরও জায়গা ছেড়ে দিতে হবে। এখনই ভাবতে হবে আগামী প্রজন্মের কথা।’