ই-পেপার সোমবার ২৪ মার্চ ২০২৫
সোমবার ২৪ মার্চ ২০২৫
ই-পেপার

সোমবার ২৪ মার্চ ২০২৫

প্রকাশ্যে জুয়ার বিজ্ঞাপনে সাকিব
প্রকাশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৫:৩৪ এএম  (ভিজিট : ২৪২)

বিতর্কটা নতুন নয়। বছর তিনেক আগে ২০২২ সালে প্রথমবার বেটিং সাইটের বিজ্ঞাপন করেছিলেন সাকিব আল হাসান। সেখানে তাকে দেখা গেছে পণ্যদূতের ভূমিকায়। ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। মূলত ক্রীড়া বিষয়ক নিউজসাইটের আড়ালে জুয়ার বিজ্ঞাপনে মেতেছিলেন সাকিব। সেসময় তিনি জাতীয় দলের একজন অপরিহার্য সদস্য ছিলেন বলে ভক্ত সমর্থকদের তোপের মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে সমালোচনার ঝড়। সাকিবের কীর্তিতে বিরূপ প্রতিক্রিয়া দেখায় নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ড। 

অনেকটা বোর্ড সভাপতির চাপে পড়ে ভুলের জন্য ক্ষমা চেয়ে সেই ওয়েবসাইটের ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা থেকে সরে আসেন। জুলাই অভ্যুত্থানে নির্লিপ্ত থাকাসহ শেখ হাসিনা সরকারের একজন এমপি হওয়ার বদৌলতে জাতীয় দল থেকে অনেক দিন ধরেই দূরে সাকিব। তার দেশে ফেরা না ফেরা নিয়ে বির্তক হলেও এবার প্রকাশ্যে জুয়ার বিজ্ঞাপন করে কড়া সমালোচনার মুখে পড়েছেন।

শনিবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বিদেশি একটি বেটিং সাইটের প্রমোশনের ভিডিও পোস্ট করেন সাকিব। এতে তাকে জুয়ার খেলার বিষয়ে দর্শকদের উদ্বুদ্ধ করতে দেখা যায়। বিষয়টি সামনে আসতেই ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। এর আগেও এমন সমালোচনার মুখে পড়লে ভিন্নভাবে বেটিং সাইটের প্রমোশন করেছিলেন সাকিব। এবার দেশের আইনে নিষিদ্ধ জুয়ার বিজ্ঞাপনে সরাসরি যুক্ত হয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন সাবেক টাইগার অধিনায়ক।

বাংলাদেশ সংবিধানের ১৮ নং অনুচ্ছেদ অনুযায়ী জুয়া খেলা নিষিদ্ধ এবং এটি প্রতিরোধে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা রয়েছে। এ ছাড়া প্রচলিত আইনেও জুয়া খেলা বেআইনি। একজন সাবেক সংসদ সদস্য হিসেবে সাকিবের এমন অংশগ্রহণ আইনজ্ঞদের অবাকই করেছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। দেশের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিলেও ওয়ানডে থেকে বিদায় জানাননি। বোলিং নিষেধাজ্ঞায় পড়ায় ক্রিকেট মাঠ থেকেও দূরে রয়েছেন তিনি। এতে তার ক্রিকেট থেকে আয় বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন দেশীয় কোম্পানির স্পন্সরশিপও হারিয়েছেন। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী সরকারের পতনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। একজন সংসদ সদস্য হওয়ায় তাকে করা হয়েছে হত্যা মামলার আসামি। নিরাপত্তা ইস্যুতে দেশে না ফিরেই বিদেশে অবস্থান করছেন তিনি।

সাকিবের মতো একজন ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্যের এমন পদক্ষেপ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন, দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো একজন জাতীয় তারকার জন্য লজ্জাজনক। সাকিবের এই বিতর্কিত সিদ্ধান্ত তার ক্রিকেট ক্যারিয়ার এবং ভবিষ্যতে জাতীয় দলে ফেরার পথে কী প্রভাব ফেলে, সেটা সময়ই বলে দেবে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close