প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৭:৫৩ পিএম (ভিজিট : ১২৪)

সামরিক অনুশীলনে হিজবুল্লাহর সৈন্যরা। ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো সাম্প্রতিক রকেট হামলার সঙ্গে লেবাননের হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই জানিয়েছে সংগঠনটি।
আজ শনিবার (২২ মার্চ) এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েল নতুন করে বিমান হামলা চালানোর জন্য অজুহাত তৈরি করছে।
তারা আরও জানিয়েছে, হিজবুল্লাহ এখনও গত বছরের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সংঘর্ষ বাড়ানোর কোনো পরিকল্পনা তাদের নেই।
দক্ষিণ লেবানন থেকে উত্তর ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে ব্যাপক সামরিক প্রতিক্রিয়া দেখিয়েছে ইসরায়েল। দেশটি দক্ষিণ লেবাননে গোলাবর্ষণের পাশাপাশি ডজনেরও বেশি বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে। কারণ, তারা এই আক্রমণের জন্য হিজবুল্লাহকেই দায়ী করছে। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই রকেট হামলার দায় স্বীকার করেনি।
এদিকে হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় সূত্র ইসরায়েলে হামলার সঙ্গে গোষ্ঠীটির সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। ওই সূত্র আল জাজিরাকে জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আনুষ্ঠানিকভাবে কেবল সেই অভিযানের দায় স্বীকার করে, যা তারা নিজেরা পরিচালনা করে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তারা লেবাননের রাষ্ট্রের পাশে আছে বলেও উল্লেখ করেছেন ওই সূত্র। সূত্রটি আরও জানায়, ইসরায়েল লেবাননের সার্বভৌমত্বে হামলার জন্য কোনো অজুহাতের প্রয়োজন নেই, কারণ তারা নিয়মিতভাবেই হামলা চালিয়ে আসছে।