ই-পেপার রবিবার ২৩ মার্চ ২০২৫
রবিবার ২৩ মার্চ ২০২৫
ই-পেপার

রবিবার ২৩ মার্চ ২০২৫

জিয়াউর রহমানকে নিয়ে নতুন করে যা বললেন নাসিরুদ্দিন
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৪:১৪ পিএম আপডেট: ২২.০৩.২০২৫ ৪:২৪ পিএম  (ভিজিট : ৩০৯)
নাসীরুদ্দিন পাটওয়ারী। ফাইল ছবি

নাসীরুদ্দিন পাটওয়ারী। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী বলেছেন, ক্ষমতা গ্রহণের পদ্ধতি বা উত্তর ব্লকের কাউকে জিয়াউর রহমানের থেকে উৎসাহ নেওয়ার প্রয়োজন মনে করি না। গণতান্ত্রিক পদ্ধিতে কেউ ভালো সংগঠক এবং স্ট্যাটসম্যান হওয়ার সুযোগ আমাদের সামনে থাকা উচিৎ বলে আমি মনে করি।

শনিবার (২২ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘জিয়াউর রহমান বা তার ফ্যামিলির প্রতি আমার বা আমাদের কোনো জিঘাংসা নাই। মেজর জিয়াউর রহমান ভালো মানের সংগঠক এবং স্ট্যাটসম্যান ছিলেন, এ বিষয়ে বাংলাদেশের কোনো মানুষের নুন্যতম সন্দেহের অবকাশ নেই।’

তিনি লেখেন, ‘ক্ষমতা গ্রহণের পদ্ধতি বা উত্তর ব্লকের কাউকে জিয়াউর রহমানের থেকে উৎসাহ নেওয়ার প্রয়োজন মনে করি না। গণতান্ত্রিক পদ্ধিতে কেউ ভালো সংগঠক এবং স্ট্যাটসম্যান হওয়ার সুযোগ আমাদের সামনে থাকা উচিৎ বলে আমি মনে করি।’


তিনি আরও লেখেন, ‘আমাদের লড়াই গ্রাম থেকে উঠে আসা ছেলে-মেয়েগুলা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব গ্রহণ করুক। মাফিয়া তন্ত্র ও পরিবারতন্ত্র এর বেষ্টনীর বাইরে নতুন সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের সমাজ গড়ে উঠুক।’

এর আগে শুক্রবার (২১ মার্চ) বিএনপি, জামায়াত ও ক্যান্টনমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। পরে সেটি ডিলেটেও করে দেন। 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close