প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ২:৩৭ পিএম আপডেট: ২২.০৩.২০২৫ ৭:০৩ পিএম (ভিজিট : ২৯৩)

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। শনিবার দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন সদস্যরা প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে ২০টি সুপারিশ দিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে— এমন প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রতিবেদন জমা দেওয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কামাল আহমেদ বলেন, ‘গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে। মালিকানার কারণেই গণমাধ্যমে জবাবদিহি নেই। গণমাধ্যম শিল্পের সংকটের পেছনে মালিকদের ভূমিকাই বড়।’
তিনি বলেন, ‘বড় গণমাধ্যমকে পাবলিক কোম্পানি ও বাংলাদেশ বেতার-টেলিভিশনে স্বায়ত্তশাসনের প্রস্তাব করেছে কমিশন। বাসস হয়েছে রাজনৈতিক কর্মীদের পুনর্বাসন কেন্দ্র। এটিকে জাতীয় সম্প্রচার সংস্থার সঙ্গে একীভূতের পরামর্শ দিয়েছে কমিশন।’
সাংবাদিকতার সুরক্ষা আইনের সুপারিশ করা হয়েছে জানিয়ে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন, ‘প্রেস কাউন্সিলকে বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে। তবে জাতীয় গণমাধ্যম কমিশনের সুপারিশ করেছে কমিশন।’
সাংবাদিকদের বেতন প্রসঙ্গে বলেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা দিতে হবে। এটি না দেওয়ার ফলে অনেকে অনৈতিক কাজে জড়াচ্ছে। তবে বেতন-ভাতার ওয়েজবোর্ডে আমাদের এখতিয়ার না থাকলেও আর্থিক নিরাপত্তার কথা বলা হয়েছে। ন্যূনতম নবম গ্রেড অনুযায়ী একজন সাংবাদিকের বেতন হতে হবে। পাশাপাশি রাজধানীতে কর্মরত সাংবাদিকদের ঢাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।