প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১১:০৭ এএম আপডেট: ২২.০৩.২০২৫ ১১:১২ এএম (ভিজিট : ১৬৫)

বলিউড অভিনেতা শাহরুখ খান ও সালমান খান। ছবি : সংগৃহীত
শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসর। সন্ধ্যায় জমকালো আয়োজনে বিশ্বের সবচেয়ে দামি এবং জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের উদ্বোধনী অনুষ্ঠান হবে কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ট ইডেন গার্ডেন্সে।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন ভারতের হিন্দি সিনেমা ও সংগীত জগতের এক ঝাঁক তারকা। ওই আয়োজনে ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। শাহরুখ আসবেন নিজের দল কেকেআরের খেলোয়াড়দের উৎসাহ দিতে। ঈদ ঘিরে নিজের নতুন সিনেমা ‘সিকান্দারের’ প্রচার কাজের জন্য আইপিএলের উদ্বোধনী মঞ্চে উঠবেন সালমান।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, এছাড়াও উপস্থিত থাকছেন প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, দিশা পাটানি, ভিকি কৌশল, এবং সঞ্জয় দত্তের মতো জনপ্রিয় তারকারা।
উপস্থিত থাকার কথা রয়েছে বরুণ ধাওয়ান, তৃপ্তি দিমরি, অনন্যা পাণ্ডে, জাহ্নবী কাপুরের মতো সেলিব্রেটিদেরও।
অনুষ্ঠান শেষে কলকাতার ইডেন গার্ডেনেই এবারের আসরের খেলার প্রথম ম্যাচ শুরু হবে রাত ৮টায়। প্রথম ম্যাচে আজিঙ্কা রাহানের কলকাতার মুখোমুখি হবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
৬৫ দিনব্যাপী এই আসরের মেগা ফাইনালসহ মোট ৭৪টি ম্যাচ মাঠে গড়াবে। ১৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে আইপিএলের অষ্টাদশতম ক্রিকেটের এ আসর।