ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

ঈদের সময়ে আবহাওয়া যেমন থাকতে পারে
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:৪৭ এএম  (ভিজিট : ১৮৮)
আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত

আবহাওয়া ভবন। ছবি : সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ঈদ। এক মাসের সিয়াম সাধনা শেষে আর কয়েকদিন পরেই ঈদ উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আবার এরই মধ্যে ফাল্গুন পেরিয়ে চৈত্রের আগমন ঘটেছে। ঋতুর পরিক্রমায় এ সময় গরম বাড়তে থাকে। আবহাওয়া অফিসও একই কথা বলছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, ২৩ মার্চের পর থেকে গরম পড়বে। কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা বেড়ে যাবে। ঈদের দিনও বেশ গরম পড়ার সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে।

‘যেদিন বৃষ্টি হবে, তখনও তাপমাত্রা অত না বাড়লেও গরমের অনুভূতি থাকবে। কারণ কালবৈশাখীর চরিত্রই এমন। এসময় হুট করে ঝড়-বৃষ্টি হয়। তবে বেশি সময় স্থায়ীও থাকে না।’

মার্চের শেষদিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিকে এক থেকে দুটি মৃদু বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদফতরের মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close