প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:৩৮ এএম (ভিজিট : ১৭২)

তাসনুভা তিশা। পুরোনো ছবি
টেলিভিশন নাটকের পরিচিত মুখ তাসনুভা তিশা। বরাবরের মতো এবারও নিজেকে ব্যস্ত রেখেছেন ঈদের নাটকে। অভিনয় ও সমসাময়িক বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসুদুর রহমান
ঈদের ব্যস্ততা কেমন যাচ্ছে?বছরের অন্য সময়ের চেয়ে ঈদ মৌসুমে শিল্পীদের ব্যস্ততা একটু বেড়ে যায়। অন্যদের মতো আমি ঈদের কাজ করছি। ইতিমধ্যে একাধিক নাটকের শুটিং শেষ করেছি, সামনে আরও কয়েকটিতে অভিনয় করব। তবে এবার খুব বেশি নাটকে অভিনয় করছি না। এ ছাড়া আগে অভিনয় করা কিছু নাটকও প্রচারে আসবে। নির্দিষ্ট করে বলতে না পারলেও সব মিলিয়ে সংখ্যাটা একেবারে কম হবে না।
এখন কোন নাটকের শুটিংয়ে আছেন?হাসান রেজাউলের পরিচালনায় ‘রূপবানের প্রেম’ নাটকের শুটিং করছি। পুরান ঢাকার দুই পরিবার নিয়ে গল্পটি এগিয়েছে। গল্পটি আমার কাছে ভালো লেগেছে। এখানে আমার সহশিল্পী হিসেবে আছেন সৈয়দ জামান শাওন, কচি খন্দকার, হান্না শেলী, আবদুল্লাহ রানাসহ অনেকে।
ঈদের অন্য কোনো আয়োজনে থাকছেন কি?বিভিন্ন টিভি চ্যানেলের জন্য টকশো, রান্না, সেলিব্রেটি আড্ডার মতো অনুষ্ঠানগুলোর শুটিংয়ে অংশ নিচ্ছি। এ ধরনের অনুষ্ঠান প্রতি ঈদেই করা হয়।
নাটকের সিন্ডিকেট নিয়ে সম্প্রতি আপনার মন্তব্য আলোচনা...
আমি মিথ্যা কিছু বলিনি। নাটকে সিন্ডিকেট বিশাল প্রভাব বিস্তার করে আছে। অভিনয়ের ক্ষেত্রে অনেক সময় অভিনেতা ঠিক করে দেন তার বিপরীতে কে অভিনয় করবেন। আবার নায়িকাও বলেদেন তার সঙ্গে কে জুটি বাঁধবেন। এমনকি চরিত্রাভিনেতারাও সিন্ডিকেট ছাড়া কাজের সুযোগ পান না। অভিনেতা/অভিনেত্রীর কারণে কখনো চিত্রনাট্য ও সংলাপেরও পরিবর্তন হয়। নায়ক-নায়িকার সিদ্ধান্তের কারণে বিপাকে পড়েন পরিচালকরা। তাদের ধকল সইতে হয় তাদের।
সিন্ডিকেটের কারণে কি নাটকের পরিবেশ নষ্ট হচ্ছে?শুধু সিন্ডিকেট নয়, আরও অনেক কারণে বর্তমানে নাটকের পরিবেশ সুন্দর যাচ্ছে না। এরমধ্যে অন্যতম বাজেট। ইদানীং ভালো বাজেটের কাজ কমে গেছে। তবু নানা প্রতিকূলতায় নাটক নির্মাণ হচ্ছে। দর্শক নাটক দেখছেন।