প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:২৭ এএম (ভিজিট : ১৭৬)

বিধ্বস্ত গাজা। ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক গোয়েন্দাপ্রধান ওসামা তাবাসকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে শনিবার (২২ মার্চ) এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হামাসের সামরিক গোয়েন্দাপ্রধান ওসামা তাবাসকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তিনি হামাসের নজরদারি ইউনিটের প্রধানও ছিলেন।
এ নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।
বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ হাজার ৬১৭ জনে দাঁড়িয়েছে। কমপক্ষে ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।