ই-পেপার সোমবার ২৪ মার্চ ২০২৫
সোমবার ২৪ মার্চ ২০২৫
ই-পেপার

সোমবার ২৪ মার্চ ২০২৫

দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়ের শঙ্কা যেসব এলাকায়
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ১০:১১ এএম আপডেট: ২২.০৩.২০২৫ ১১:২৬ এএম  (ভিজিট : ৫৩১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শুক্রবার সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল দেশের আকাশ। এমন স্বস্তি শনিবারও থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুঁড়ি-গুঁড়ি বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে অপেক্ষাকৃত বেশি।

আবহাওয়া অফিস বলছে, রংপুর বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আর এটি অতিক্রমের সময় বজ্রপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ফলে বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে চলা-ফেরা কিংবা কোন কৃষিকাজ করা থেকে বিরত থাকার অনুরোধ করেছে আবহাওয়া অফিস।  

সারা দেশে দুপুরের মধ্যে একটি কালবৈশাখী আসতে পারে বলে ধারণা করছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ের গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশও। শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ আশংকা কথা জানান। তিনি জানান, শনিবার সকাল ১০টার পর থেকে দুপুর ২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় হওয়ার আশংকা রয়েছে। 

মোস্তফা কামাল পলাশ আরও লিখেছেন, কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দিয়ে অগ্রসর হওয়ার আশংকা করা যাচ্ছে। 

শনিবারের আবহাওয়া নিয়ে তার ফেসবুক পোস্টে বলা হয়, এই দিন দেশের বেশিভাগ জেলার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোর ওপরে গুড়ি-গুড়ি বৃষ্টিপাতের আশংকা অপেক্ষাকৃত বেশি। 

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববারও দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। এরপর থেকে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। গরম বাড়বে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close