ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

আবদুল হালিমের আহ্বান
ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় স্বার্থে
প্রকাশ: শনিবার, ২২ মার্চ, ২০২৫, ৫:২৩ এএম  (ভিজিট : ১৩৮)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানের পর জাতীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম। 

শুক্রবার বিকালে রংপুরের জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে রাজনৈতিক নেতা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রংপুর মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মাওলানা আবদুল হালিম আরও বলেন, আগামী দিনে বাংলাদেশের সৎ নেতৃত্বের জন্য কুরআন থেকে শিক্ষা নিয়ে তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে দেশ পরিচালনায় ভ‚মিকা রাখতে হবে। আর পবিত্র মাহে রমজান সেই তাকওয়ারই শিক্ষা দেয়।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে ধর্ষণকাণ্ড চলছে তার বিরুদ্ধে দেশের মানুষ সর্বোচ্চ শাস্তি চাচ্ছে, কিন্তু এই ধর্ষণের শাস্তি কুরআনেই সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। কুরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং ধর্ষণ-জিনা ব্যভিচারের বিচার করা হলে বাংলাদেশ থেকে খুন, ধর্ষণ নির্মূল করা সম্ভব হবে। আমার বিশ্বাস বাংলাদেশের সুশীল সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষ বিশ্বাস করে কুরআনের বিধান প্রতিষ্ঠিত হলে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। মহানগর আমির মাওলানা উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজীর পরিচালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজুন্নবী ডন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর মহানগর শাখার সেক্রেটারি আমিরুজ্জামান পিয়াল, গণঅধিকার পরিষদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, রংপুরে কর্মরত সাংবাদিক, জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শহিদদের পরিবার, বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close