ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

ইসরায়েলের লক্ষ্য গাজাকে ‘বসবাসের অযোগ্য’ করা
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১০:৫২ পিএম  (ভিজিট : ১৫৬)
গাজার ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

গাজার ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৮ মাসের ইসরায়েলি তীব্র বোমাবর্ষণের পরও হামাসের বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্কের প্রায় ৫০ শতাংশ এখনও অক্ষত রয়েছে। এছাড়া, তাদের তীব্র হামলার মাঝে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস এখনও পাল্টা হামলা চালাচ্ছে। পেরে উঠতে না পেরে ইসরায়েলের একমাত্র লক্ষ্য এখন গাজাকে ‘বসবাসের অযোগ্য’ করে তোলা- এমনটি ধারণা করছেন যুদ্ধ বিশ্লেষকরা। 

কিংস কলেজ লন্ডনের নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগ বলেছেন, সুতরাং গুপ্ত হামলা চলমান থাকবে। আর হামাস আবারও অস্ত্র সংগ্রহ করবে। 

আজ শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। তবে আন্দ্রেয়াস ক্রিগ আক্ষেপ করে বলেছেন, গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। এতে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণের চরম সংকট দেখা দিয়েছে।

আন্দ্রেয়াস ক্রিগের ধারণা, হামাসকে দুর্বল করার অজুহাতে ইসরায়েল এখনও ফিলাদেলফি করিডোরের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বাস্তবে, এটি গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার একটি পরিকল্পনার অংশ। তাদের এই লক্ষ্য গত ১৮ মাস ধরে অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করেছে। বাস্তবে, এটি ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ইসরায়েলি রাষ্ট্রকে পুনর্গঠনের একটি রাজনৈতিক হাতিয়ার।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, ফিলিস্তিনে চতুর্থ দিনের মতো অভিযান চালানোর সময় ভোরের আগে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনজন নিহত হয়েছেন।


সংবাদ সংস্থা এএফপিকে তিনি জানিয়েছেন, এছাড়া গাজা সিটিতে ছয়জন ও দক্ষিণ গাজার আবাসানে আরও দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে আজ শুক্রবারের হামলায় মোট ১১ জন নিহত হয়েছেন। 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close