ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

রাউজানে গরু চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১০:৪৮ পিএম  (ভিজিট : ৬৫০)
রাউজান থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

রাউজান থানা, চট্টগ্রাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে গরু চুরি সন্দেহে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম রুবেল (৩০)। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার মৃত নুরুল আলমের ছেলে।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোয়ারাপাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় একটি খোলা জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় লোকজন জানান, শুক্রবার ভোরে পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়ার টিপু বড়ুয়ার গোয়াল ঘর থেকে একটি গরু চুরি করে নেওয়ার সময় লোকজন বিষয়টি টের পেয়ে রুবেল নামের এক চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে লাশ বিলের মাঝখানে ফেলে রাখে। খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। 

পুলিশ সূত্রে জানা যায়, নিহত গরু চোর রুবেলের বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ ৪টি মামলার তথ্য পাওয়া গেছে। 

এ বিষয়ে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল বাতেন বলেন, চুরি যাওয়া একটি গরু উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close