ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

পল্লবীতে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১০:৩৭ পিএম  (ভিজিট : ১১০)
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি স্থানীও মাদক ব্যবসায়ীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ৮টার দিকে স্বজনরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিমের খালা ইয়াসমিন আক্তার জানান, সেলিম স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মিরপুর ১১ বিহারী ক্যাম্প ওয়াবদা কলোনি বিল্ডিংয়ে থাকতো। পেশায় শারীর কারচুপির কাজ করতো। সন্ধ্যার দিকে ওয়াবদা বিল্ডিং এর পাশে মাঠে পূর্ব শত্রুতার জেরে সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। জানতে পেরে তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে মারা যায়।

খালা ইয়াসমিন দাবি করেন, স্থানীয় মাদক ব্যবসায়ী পারভিন, রনি, জনি, সীমা ও রানী সহ আরো বেশ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে সেলিমকে কুপিয়ে হত্যা করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের  পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানায় অবহিত করা হয়েছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close