প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ২১.০৩.২০২৫ ১০:০৫ পিএম (ভিজিট : ৭৯)

নরসিংদী সদর মডেল থানা। ছবি: সংগৃহীত
নরসিংদীতে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে নরসিংদী পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
কী ঘটেছিল
বৃহস্পতিবার, বিকেলে ৬ বছরের এক শিশু রাস্তায় খেলছিল। এ সময় নরসিংদীর বিলাসদী মহল্লার ভাড়াটিয়া কামাল মিয়া (৫৫) শিশুটিকে রাস্তা থেকে পরিত্যক্ত ভবনে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে কান্না করে পরিবারকে জানায়।
বাড়ির সবাই এ ঘটনা জানার পর পুলিশকে খবর দেয়। পরে ভুক্তভোগী শিশুর জবানবন্দি নেয়া হয়। শিশুটিকে চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।