প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯:০৭ পিএম (ভিজিট : ১৮৮)

জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম।
‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের নিন্দা জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে নাহিদ ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা সরকারপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমন মন্তব্য করতে পারেন না। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম আওয়ামী লীগকে মাফিয়া ও ফ্যাসিস্ট আখ্যায়িত করে বলেন, মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতির কোনো অধিকার তাদের নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দল মতাদর্শ ও মার্কার বিরুদ্ধে জনগণ ৩৬ জুলাই রায় জানিয়ে দিয়েছে।
এনসিপির আহ্বায়ক দাবি জানান, জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে। একই সঙ্গে বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।