ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৪
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৮:১৩ পিএম  (ভিজিট : ৮২)
ডাকাতের লুটপাতের দৃশ্য। ছবি: সময়ের আলো

ডাকাতের লুটপাতের দৃশ্য। ছবি: সময়ের আলো

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কবির হোসেন নামে এক জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ওই ব্যবসায়ীসহ তার পরিবারের ৪ সদস্যকে কুপিয়ে আহত করা হয়।

গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ২ টার  দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কবির হোসেন জানান, বৃহস্পতিবার রাত ২টার দিকে ১৫/২০ জনের একদল ডাকাত পিস্তল, দেশীয় অস্ত্র দা, রামদা, সাবল, লোহার রড নিয়ে এসে ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত/পা বেঁধে ফেলে। এ সময় আলমারীর চাবি না দেওয়ায় ডাকাতেরা কবির হোসেন ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে গুরুতর জখম করে। পরে ডাকাতেরা ঘরের আলমারীর তালা ভেঙ্গে ৬ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায়। 


একপর্যায়ে কবির হোসেনের বাড়ির  আশপাশের লোকজন টের পেয়ে মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়ার ঘোষণা দিলে ডাকাতরা পালিয়ে যায়। স্থানীয়রা আহত কবির হোসেন ও তার পরিবারের সদস্যের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম জানান, ৯৯৯ এ ডাকাতির খবর পেয়ে রাতেই ঘঠনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close