ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

ইসরায়েলের হামলার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৪৩ পিএম আপডেট: ২১.০৩.২০২৫ ৮:০৪ পিএম  (ভিজিট : ৪১৭)
যশোরের অভয়নগরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : সময়ের আলো

যশোরের অভয়নগরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি : সময়ের আলো

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ-মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর এসব বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

গাইবান্ধা
জুমার নামাজের পর শহরের স্টেশন মসজিদ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দাস বেকারী মোড়ে সমাবেশে মিলিত হয়।

গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ। ছবি : সময়ের আলো

গাজায় ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ। ছবি : সময়ের আলো

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ববিবেক নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্বমানচিত্র থেকে মুছে যেতে পারে। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

বগুড়া
শুক্রবার জুমার বিক্ষোভ মিছিল হয়েছে বগুড়ায়। সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতমাথা মুক্ত মঞ্চে সমাবেশের মাধ্যমে শেষ হয় বিক্ষোভ। 

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে বিক্ষোভ। ছবি : সময়ের আলো

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে বিক্ষোভ। ছবি : সময়ের আলো

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে গমন নিষেধ ছিল। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের দোসর ফ্যাসিস্ট শেখ হাসিনা গোপনে সেই নিষেধাজ্ঞা তুলে দিয়ে ইসরাইল যাওয়ার সুযোগ করে দিয়েছে। ইসরাইলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, মুসলিমদের টাকায় ইসরাইল অস্ত্র তৈরি করে সেই অস্ত্র দিয়ে আমাদের মুসলিম ভাইবোনদের হত্যা করবে তা মেনে নেওয়া যায় না, যাবে না। ইসরাইলের ওপর অর্থনৈতিক ও আন্তর্জাতিক চাপ তৈরির দাবিও জানান তারা।

গাংনী, মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে জুম্মার নামাজের পর মুসল্লিরা রাস্তায় নেমে প্রতিবাদ সমাবেশ করেন। দুপুর আড়াইটার দিকে গাংনীর বাঁশবাড়ীয়া বাজারে বিভিন্ন মসজিদের মুসল্লিরা জড়ো হয়ে মানববন্ধন করেন। 

ইসরাইয়েলি আগ্রাসন থামানোর দাবি নিয়ে বক্তব্য রাখেন, বাঁশবাড়ীয়া মসজিদের ঈমাম মাওলানা শাহজালাল, মোহাম্মদ আহসান হাবীব, বাঁশবাড়ীয়া পশ্চিমপাড়া জামে মসজিদের ঈমাম মাওলানা ইলিয়াস হোসাইন এবং গোরস্থাপাড়া জামে মসজিদের ঈমাম হাফেজ জাকারিয়া।

শালিখা, মাগুরা
জুম্মার নামাজের পরে উপজেলার সিমাখালী কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে স্থানীয় সিমাখালী বাজার প্রদক্ষিণ করে যশোর-মাগুরা সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অভয়নগর, যশোর
বাদ জুমা অভয়নগরের উলামা ও তাওহীদি ছাত্রজনতার ব্যানারে গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার থেকে পীরবাড়ি মাদ্রাসা প্রদক্ষিণ করে। মিছিল শেষে নওয়াপাড়া সোহরাব প্লাজার সামনে সমাবেশে মিলিত হোন মুসল্লিরা। 

নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওয়াপাড়া পীরবাড়ি শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি রফিকুল ইসলাম হুসাইনি, শংকরপাশা  বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুর রহমান, গোহাটা বায়তুস ছালাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান, মাকতাবে দীনিয়াত নওয়াপাড়ার পরিচালক হাফেজ মাওলানা মুফতি সুহাইল আহমদ, নওয়াপাড়া বাজার জামে মসজিদের সানি ইমাম হাফেজ মাওলানা শরিফুল ইসলাম, বাশতলা আল আকসা জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

গোদাগাড়ী, রাজশাহী
রাজশাহীর গোদাগাড়ীতে ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব ও হামলা, মসজিদুল আকসা পুনরুদ্ধার এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর গোদাগাড়ীর মহিশালবাড়ী থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি গোদাগাড়ী মডেল থানা রোড হয়ে প্রধান গোলচত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন মসজিদের আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থী ও সাধারণ মুসল্লিরা অংশ নেন।

হোমনা, কুমিল্লা
কুমিল্লার হোমনায় ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও ভারতের নাগপুরে মুসলিম নিপীড়নের প্রতিবাদে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরে তাওহিদী জনতার জনতার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুমার নামাজ শেষে উপজেলা মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।

বক্তারা ইসরায়েল ও ভারতে মুসলিম গণহত্যা বিরুদ্ধে শ্লোগান দেন এবং মুসলিম হত্যা ও নিপীড়নের কঠোর বিরোধিতা করেন। অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানান তারা।

লালপুর, নাটোর
জুমার নামাজ শেষে ‘তৌহিদি জনতা’ ব্যানারে লালপুর বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসুল্লিরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মিছিলটি লালপুরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ত্রিমোহনিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close