ই-পেপার শনিবার ২২ মার্চ ২০২৫
শনিবার ২২ মার্চ ২০২৫
ই-পেপার

শনিবার ২২ মার্চ ২০২৫

ভারতে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে সেনাসহ নিহত ৩১
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:৩৩ পিএম  (ভিজিট : ১৩২)
সশস্ত্র মাওবাদীদের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। ছবি: সংগৃহীত

সশস্ত্র মাওবাদীদের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র মাওবাদীদের মধ্যে দুইটি বড় ধরনের সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ও অন্য ৩০ জন মাওবাদী বিদ্রোহী। দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর সীমান্তের জঙ্গলে এই সংঘর্ষ হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার (২০ মার্চ) দক্ষিণ ছত্তিশগড়ের দান্তেওয়াড়া ও বিজাপুর সীমান্তের জঙ্গলে পৃথক স্থানে সকালের দিকে এই সংঘর্ষ হয়। 

এর আগে সেখানে মাওবাদী বিদ্রোহীদের উপস্থিতির তথ্য পেয়ে অভিযান চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কর্তৃপক্ষ জানিয়েছে, দুপক্ষের মধ্যে এদিন থেমে থেমে কয়েক ঘণ্টা সংঘর্ষ হয়েছে। 

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের সময় গুলিতে বিজাপুর ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের-ডিআরজি এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া, ঘটনাস্থল থেকে বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তল্লাশি অভিযান এখনো চলছে।




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close