প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ১১:৪৯ এএম আপডেট: ২১.০৩.২০২৫ ১১:৫০ এএম (ভিজিট : ২৯১)

মাত্র তিন বছর বয়সী শিশু মুয়াজ। তার এই বয়সে বাবা-মা পরিবার ও স্বজনদের সঙ্গে খেলাধুলা এবং হই হুল্লোড় করার কথা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস; এই বয়সে আপনজনদের সঙ্গে বিশ্বকে চেনা-জানার পরিবর্তে তাকে দিনযাপন করতে হচ্ছে হাসপাতালের চার দেয়ালের মধ্যে।
মুয়াজ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়টির খেলাধুলাভিত্তিক সংগঠন স্পোর্টস সাস্টের সাবেক সংগঠক জুলকারনাইন রাদের ছেলে।
স্বজনরা জানান, ২০২৪ সালের মে মাসের শেষে মুয়াজ-এর পেলভিক বোনের মাংসপেশি থেকে উৎপন্ন হওয়া ‘Undifferentiated Round Cell Sarcoma’ নামক ক্যান্সার ধরা পরে। প্রথমে ঢাকার আল মানার হাসপাতালে এবং পরবর্তীতে থাইল্যান্ড এবং সর্বশেষে ভারতের বেঙ্গালোরে ফোর্টিস হাসপাতালে গত ৮ মাস ধরে চিকিৎসা চলছে তার।
চিকিৎসকদের বরাতে জানা যায়, এখন পর্যন্ত ৩ বছরের ছোট্ট মুয়াজের দেহে ৩১ সেশন রেডিওথেরাপি, ৪টি সার্জারি ও ৭ সাইকেল কেমোথেরাপি দেয়া হয়েছে। ইতোমধ্যে এই জটিল ও ব্যয়বহুল চিকিৎসা বাবদ পরিবারের সংগ্রহ ও শুভাকাঙ্ক্ষীদের দেয়া সহায়তায় আনুমানিক ১ কোটি টাকা ব্যয় হয়েছে।
চিকিৎসকদের বর্তমান পরিকল্পনা ১ সাইকেল কেমোথেরাপির পর আরও ১০টি রেডিওথেরাপি দিয়ে মুয়াজের কোলোস্টমি ক্লোজার সার্জারির প্রিপারেশন শুরু হবে এবং জুন ২০২৫ নাগাদ সকল চিকিৎসা শেষ হবার আশা রয়েছে। মুয়াজের চিকিৎসা চলমান রাখতে আরো প্রায় ৪৫ লাখ টাকার প্রয়োজন।
যেভাবে সহায়তা পাঠাবেন
Dutch Bangla Bank Limited
Account Name: K. M. ZULKERNINE
Account No. 2551580020269
Routing No. 090270424
Swift Code: DBBL BDDH
Branch: Panthapath
Islami Bank Bangladesh Limited
Account Name: K M ZULKERNINE
A/C Number: 2050 337 02 00895307
Routing Number: 125272447
Swift: IBBLBDDH
Branch: Gandaria
অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ: 01551618574, 01533054254, 01799268610
রকেট: 019171950641 নম্বরে পাঠাতে পারেন।