ভোরে মাঠে নামছে ব্রাজিল-কলম্বিয়া
প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৫:৪৮ এএম (ভিজিট : ৫৮৪)

ছবি: সংগৃহীত
উরুগুয়ের বিপক্ষে ড্র দিয়ে গতবছর আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ততা শেষ করেছিল ব্রাজিল। এবার নতুন বছরে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
শুক্রবার (২১ মার্চ) ভোর ৬টা ৪৫ মিনিটে বিআরবি অ্যারেনায় গড়াবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
কাতার বিশ্বকাপের পর থেকেই ছন্দহীন সময় কাটাচ্ছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বেও প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারছে না দলটি। বাছাইয়ের শেষ পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে দারিভাল জুনিয়রের দল। টানা দুই ম্যাচ ড্র করায় পয়েন্ট টেবিলে পিছিয়ে পড়েছে তারা। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচ নম্বরে অবস্থান করছে ব্রাজিল।
গত বছর অক্টোবরের আগে চারটি ম্যাচ হেরে বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েও শঙ্কায় পড়েছিল ব্রাজিল। পরে চিলি ও পেরুকে হারিয়ে কিছুটা ঘুরে দাঁড়ালেও, ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র তাদের আবারও চাপে ফেলে দিয়েছে। তাই কলম্বিয়ার বিপক্ষে জয় তুলে নেয়া এখন সেলেকাওদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ম্যাচ দিয়েই ফেরার কথা ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের। তবে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় এবারও দলে ফিরতে পারছেন না তিনি। ব্রাজিল কোচ দারিভাল জুনিয়র বলেন, ‘নেইমারের ফেরাটা আমরা চেয়েছিলাম। তাকে ঘিরেই পরিকল্পনা ছিল। তবে এখনও সব শেষ হয়ে যায়নি। আশা করছি, সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে।’