প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ২:৩৭ এএম (ভিজিট : ১৯৮)

ছবি: সংগৃহীত
ঈদের জন্য গান নিয়ে কী করছেন?
কয়েকটি গান প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমি একটু অসুস্থ থাকায় গানগুলোর শুটিং শেষ হয়নি। তবে ঈদে অন্তত একটি গান প্রকাশ পাবে আমার ইউটিউব চ্যানেলে। এ ছাড়া চয়নিকা চৌধুরী পরিচালিত ঈদের বিশেষ টেলিফিল্ম ‘ভালো থেকো মেঘ’-এর মিউজিক করেছি।
ঈদে টিভি চ্যানেলের বিশেষ কোনো আয়োজনে দেখা যাবে কি?
বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠান করেছি। এটিএন বাংলায় সৈয়দ আবদুল হাদীর গান নিয়ে বিশেষ আয়োজনে দেখা যাবে।
ঈদের বাইরে সম্প্রতি কী করেছেন?
আসিফ ইকবালের কথায় কলকাতার অমির চক্রবর্তীর সুরে একটি গান করেছি। চিলেকোঠার এই গানটির মিউজিক করেছেন মানাম আহমেদ। রিদম অব সেন্স ইউটিউবের জন্য হাসানুজ্জামানের কথায় নিজের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছি। ঈদের পরপরই মনোরম লোকেশনে গান দুটির শুটিং হবে। সম্প্রতি ইমন সাহার সুরে একটি গানও করা হয়েছে। অন্যদিকে কবির বকুলের কথায় আমার সুরসংগীতে ‘প্রেমে পড়ে’ গানটি প্রকাশ হয়েছে আমার ফেসবুক ইউটিউব চ্যানেলে।
প্লেব্যাকের খবর জানতে চাই?
সর্বশেষ সিনেমায় গান করেছি চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’তে। এ সিনেমার ‘হৃদয় দিয়ে’ গানটির জন্য বেশ প্রশংসা পেয়েছি। ‘লাল শাড়ি’ ছাড়াও মাঝে আরেকটি সিনেমায় গান করেছি।
গানে অশ্লীলতার অভিযোগ নিয়ে আপনার মন্তব্য কী?
সবসময় ভালো-মন্দ ছিল এখনও আছে। প্রথমত কথা হলো- হয়তো এর পেছনে কোনো যুক্তি থাকতে পারে নইলে কেন এমন হচ্ছে? এর ব্যাখ্যাটাও সেই গান সংশ্লিষ্টরা দিতে পারবেন। দ্বিতীয়ত বিষয় হচ্ছে- শিল্পী হিসেবে আমি কোন ধরনের গান কণ্ঠে তুলব সেইটা আমার রুচিশীলতা ও বোধশক্তির ব্যাপার। ভক্ত-দর্শকরা আমার থেকে রুচিশীল কিংবা ভালো গানই আশা করেন। আমিও বিষয়টি মাথায় রেখে কাজ করি। ব্যক্তিগতভাবে আমি কখনো অশ্লীল, রুচিহীন গানের পক্ষপাতী নই। শ্রোতারাও কখনো আমার থেকে এমন গানের প্রত্যাশা করেন না।
গান দেখা না শোনার বিষয়?
গান অবশ্যই শোনার বিষয়। আর ভিডিওটা দেখার। যদিও সময়ের পরিবর্তনে গানে এখন ভিডিও যুক্ত হয়েছে। শোনার সঙ্গে দেখার বিষয়টিও গ্রহণযোগ্য হয়ে উঠেছে সবার কাছে। এটি সময়ের দাবি। আগে অ্যালবামে ১০ কিংবা ১২টি গান স্থান পেত। যুগের পরিবর্তনে এখন একটি করে গান প্রকাশ পাচ্ছে।
অডিও অ্যালবামের শেষ সময় পেয়েছেন। স্মৃতিকাতর হন কখনো?
২০০৭ সালে আমার প্রথম অ্যালবাম প্রকাশ হয়। অ্যালবামটি আমার সংরক্ষণে আছে। মাঝেমধ্যে সেটি দেখলে অবাক লাগে আসলেই কি আমার গানের অ্যালবাম প্রকাশ হয়েছিল! অডিও অ্যালবাম যুগের একেবারে শেষ সময়টা পেয়েছি। তবে সিনিয়ররা যেভাবে অডিও যুগটা পেয়েছেন, যে মজাটা উপভোগ করেছেন, আমাদের ভাগ্যে তা জোটেনি। তবু আমরা সৌভাগ্যবান অ্যালবামের যুগ পেয়েছি। সেই সময়টা অবশ্যই খুব মনে পড়ে। স্মৃতি কাতর হই কখনো কখনো। তখন অ্যালবামের গান নিয়ে নানা রকম কাজ হতো, ভিন্নতা থাকত, এক্সক্লুসিভ কাজ হতো। এখনো হয়, কিন্তু সেই অর্থে বিশেষ কিছু হচ্ছে না। সুযোগ ধীরে ধীরে কমে যাচ্ছে।
এ জন্য আক্ষেপ হয়?
আক্ষেপের করে লাভ নেই। আমি সেটি নিয়েও ভাবি না। কারণ আমি বাস্তবতায় বিশ্বাসী। বছরে একটা-দুইটা গান যাই করি না কেন তা যেন মানসম্মত হয় সেই চেষ্টাটা লালন করি।