প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৯:১৫ পিএম (ভিজিট : ৫১০)

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে দালালদের (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় দুইটি ডায়াগনস্টিক সেন্টারের দু’জন দালাল আহত হন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস (৩৫) ও হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব (২৬)।
অভিযোগ উঠেছে, স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে হাসপাতাল চত্বরে এসব দালালের দৌরাত্ম্য বেড়ে গেছে, এতে প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরমার্টিন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগী আমেনা বেগম। জরুরি বিভাগ থেকে চিকিৎসাপত্র নিয়ে বের হলে দেশ-মা-মাটি ল্যাবের আব্বাস প্রথমে তার গতিরোধ করে কথা বলতে শুরু করে। এ সময় হাই-কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ রাকিব এসে একই রোগীকে তার পরিচিত দাবি করে টানা-হেঁচড়া শুরু করেন। কথা কাটাকাটির একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়।
এলাকাবাসীর অভিযোগ, স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ এ হাসপাতালে যোগদানের পর থেকেই হাসপাতাল এলাকায় গড়ে ওঠা বিভিন্ন ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে নিয়োজিত দালালরা বেপরোয়া হয়ে ওঠে। চিকিৎসাপত্র নিয়ে রোগীরা বের হওয়া মাত্রই দালালরা হুমড়ি খেয়ে পড়ে রোগী ও রোগীর স্বজনদের ওপর।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী দেবনাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হাসপাতাল চত্বরে মারামারির ঘটনায় কমলনগর থানার ওসিকে অবহিত করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি তাকে অবগত করেছেন। দু’পক্ষের কেউ লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।