ই-পেপার শুক্রবার ২১ মার্চ ২০২৫
শুক্রবার ২১ মার্চ ২০২৫
ই-পেপার

শুক্রবার ২১ মার্চ ২০২৫

এবার রাজশাহীর বাঘায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৮:৪৯ পিএম আপডেট: ২০.০৩.২০২৫ ৮:৫৩ পিএম  (ভিজিট : ৯৬৩)
বাঘা থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত

বাঘা থানা, রাজশাহী। ছবি : সংগৃহীত

আছিয়া ধর্ষণকাণ্ডের রেশ শেষ হতে না হতেই এবার রাজশাহীর বাঘায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। গতকাল বুধবার বাঘা উপজেলার চকছাতারী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাঘা থানায় মামলা দায়ের করেছেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আট বছর বয়সের ওই শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) নামের এক কিশোর ১০০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে। কিছুক্ষণ পর মেয়ের মা বাড়িতে এলে জয় পালিয়ে যায়। পরে ছেলেটির পরিবারকে বিষয়টি জানালেও তারা কোনো ব্যবস্থা নেননি। এরপর ওই দিন রাতে জয়কে প্রধান আসামি করে বাঘা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন শিশুটির মা।

এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান , এ ঘটনায় মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে জয় পলাতক। তাকে গ্রেফতারে অভিযান চলছে।





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close